সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় সড়ক দূর্ঘটনায় সিনিয়র সাংবাদিক কাজী হাবিবুর রহমান হাবিব (৫০) নিহত হয়েছেন। তিনি সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত ওসমান গণীর ছেলে এবং বগুড়ার দৈনিক মুক্তবার্তা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এসময় গুরুতর আহত অপর ২ সাংবাদিক সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- আব্দুর রাজ্জাক (৩৮) ও ফয়সাল আহম্মেদ (৩২)। আব্দুর রাজ্জাক দৈনিক আমার সংবাদ এবং ফয়সাল আহম্মেদ দৈনিক যায় যায় দিন পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
আজ শনিবার বিকাল ৫ টায় তিন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন শেষে একটি মোটরসাইকেলযোগে সোনাতলা উপজেলা সদরের দিকে আসছিলেন। আসার পথে রানীরপাড়া গ্রামের কেল্লাগাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের এ সংঘর্ষ ঘটে। আহতদেরকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক কাজী হাবিবুর রহমান এর জানাযা ঈদের দিন সকাল ৮ টা ৩০ মিনিটে আমলিতলা ঈদগাহে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া -১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, আনারুল ইসলাম লিটন, সাবেক আহবায়ক ইকবাল কবির লেমন, সাবেক সভাপতি লতিফুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাবু, সাংবাদিক আল মামুন, জাহিনুর ইসলাম,রবিউল ইসলাম সাজু, রিমন আহম্মেদ বিকাশ, শহিদুল ইসলাম শাহীন,শামীম আকতার রতন, শামীম হোসেন সুজন,স্বপন,আব্দুল করিম জামাল, আমিরুল ইসলাম , ইসমাইল হোসেন, আবু হেলাল, আবু রায়হান, তাহেরুল ইসলাম উজ্জ্বল, মিনাজুল ইসলাম, মিজানুর রহমান রনি, আব্দুস সালাম, আনোয়ার হোসেন রিপন, মোস্তাফিজুর রহমান পিন্টু, মিনহাজুল বারী মিম প্রমুখ।
Leave a Reply