নিজস্ব প্রতিবেদকঃমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশের ন্যয় বগুড়ার সোনাতলা উপজেলায় ৪টি ইউনিয়নের ১৫৭ জন উপকার ভোগীদের কবুলিয়াত হস্তান্তর করা হয়। সোনাতলা উপজেলা পরিষদ প্রশাসনের আয়োজনে গত কাল উপজেলা পরিষদ মিলেনিয়াম হল রুমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ কুরশিয়া আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে কবুলিয়ত হস্তাস্তর করেন অতিরিক্ত জেলা প্রসাশক (আইসিটি) মোছাঃ নিলুফা ইয়াসমিন এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সামছুল হক মাস্টার, তাহেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার আহসান হাবিব, প্রাথমিক অফিসার রবীন্দ্রনাথ সাহা, উপ-সহকারি প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রানী সম্পদ অফিসার নুসরাত জাহান লাকী, মৎস্য অফিসার হাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মতিয়ার রহমান, বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, তেকানী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল। উপকার ভোগীদের মধ্যে আব্দুল হান্নান সরকার সহ ৪টি ইউনিয়নে মোট=১৫৭ জনকে ঘর ও জমি কবুলিয়ত হস্তান্তর করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com