স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মাদ আলী প্রধান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। সে উপজেলা সদরের গড়চৈতন্যপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানিয়েছে, বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় ও এএসপি শিবগঞ্জ সার্কেরের তত্বাবধানে সোনাতলা থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই আঃ কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিছ ইয়াবাসহ ওই যুবককে গ্রেফতার করে।
সোনাতলা থানার ওসি সৈকত হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply