সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ জোড়া করে মোট ৩৩৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে গত শনিবার বিকেলে বেঞ্চ বিতরণ করেন ও বক্তব্য দেন। উপজেলা পরিষদের বন্ধবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম ও সোনাতলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউর রহমান আনসারী প্রমুখ।
Leave a Reply