সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: সোনাতলা পৌর সদরের একটি বাড়ি থেকে ৬টি চোরাই গরু উদ্ধার ও বাড়ির মালিত্রক পিতা-পুত্রকে আটক করেছে থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে এসআই আমিনুল ইসলাম,এসআই মোস্তাফিজার রহমান ও এএসআই শিহাবসহ সঙ্গীয় কয়েকজন ফোর্স ওই সময়ে পৌর সদরের মাদক ব্যবসায়ী ছবি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ১টি বাছুরসহ চোরাই ৬টি গরু উদ্ধার এবং ছবির স্বামী শহিদুল ইসলাম (৪৫) ও ছেলে মোঃ সিয়ামকে (১৯) পুলিশ আটক করেছে বলে থানার ওসি জালাল উদ্দীন জানান। তিনি আরো জানান এ ব্যাপারে থানায় মামলা (মামলা নং ১৯) দায়ের হয়েছে। এ ঘটনায় সোনাতলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য,গত প্রায় একমাস ধরে সোনাতলায় চুরির প্রবণতা বেড়েছে।
Leave a Reply