স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা থানা পুলিশ রাতে সড়কে টহল দেওয়ার সময় ৬কেজী গাঁজাসহ ২জন কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো লালমনিরহাট সদর উপজেলার চরকুলাঘাট এলাকার মকবুল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে আহসান ইমন (১৬)।
পুলিশ জানিয়েছে, সোনাতলা থানার উপপরিদর্শক নুর ইসলাম ও সহকারী উপপরিদর্শক রমেন কুমার সাহা, এরশাদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে সড়কে টহল দিচ্ছিলেন। গভীর রাতে উপজেলার কর্পূর বাজারে ঘোরাফেরার সময় ওই কিশোরদের সন্দেহ হয়। এসময় তাদের ব্যাগ থেকে ৬ কেজী গাঁজাসহ ওই কিশোরদের আটক করে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আটককৃত কিশোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদের আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com