সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা থানা পুলিশ জুয়ার সঞ্জামসহ ৭জুয়ারী ও জিআর মামলার ৩ আসামী গ্রেফতার করেছে। থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান এর নের্তৃতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহামুদুল হাসান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ৭ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামে রাসেলের ধানের চাতালে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়ারীরা হলেন উত্তর সুখানপুকুর গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে জাফরুল ইসলাম (২৮),মৃত নকিবরের ছেলে আজমল হোসেন (২৬),উত্তর বাশহাটা গ্রামের হরেন্দ্রনাথের ছেলে শ্রী হরিপদ রায় (৩৬),উত্তর সুখানপুকুর গ্রামের মৃত মুগলু আকন্দের ছেলে ইব্রাহিম হোসেন (৪০),মৃত শুকুর আলীর ছেলে ।মোঃ মুকুল হোসেন(৩৫),উত্তর বাশহাটা গ্রামের মৃত আজিজারের ছেলে বাছেদ আলী(৪৭),শিহিপুর গ্রামের জিলাল সাকিদারের ছেলে মোঃ শুকুর আলী(২৮)।
অপরদিকে জিআর মামলার আসামী বিশ্বনাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোনারুল ইসলাম, উত্তর মধুপুর গ্রামের কুদ্দুস বেপারীর ছেলে
মোঃ জাহিদ হাসান গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৭ জুয়ারীদের জুয়া আইনে মামলা দিয়ে ৮ সেপ্টেম্বর দুপুরে পুলিশী স্কট এর মাধ্যমে ৯জনকে বিজ্ঞ আদালতে প্রেরন করে।
Leave a Reply