স্টাফ রিপোর্টারঃ সোনাতলা উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের প্রগ্রামের নিউজ বর্জনের ঘোষনা প্রদান করেছে সোনাতলা প্রেসক্লাব। শুক্রবার সকাল ১০ টায় সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখনের সভাপতিত্বে প্রেসক্লাব ভবনে নির্বাহী সদস্যদের উপস্থিতিতে নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা যায়, সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাকসহ কতিপয় সাংবাদিকের সাথে গত ১ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধাধারণ সম্পাদক আল-মামুন চরম দূর্ব্যবহার ও অসৌজন্যমূলক মারমুখি আচরণ করে। যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে প্রেসক্লাব।
এ বিষয়ে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক জানান, ১ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা হাতে পায়। উক্ত তালিকায় মৃতব্যক্তির নাম ও সোনাতলা এলাকার বাহিরে কোন ব্যক্তিকে কমিটির সদস্য থাকায় সাংবাদিকের নিকট অসংগতি মনে হলে, কমিটির তালিকা বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক এর নিকট বক্তব্য নিতে যায়।
এ সময় তার সাথে ছিলেন প্রেসক্লাবের সদস্য কালবেলা উপজেলা প্রতিনিধি রিমন আহমেদ বিকাশ ও দৈনিক মানবকণ্ঠ উপজেলা প্রতিনিধি সাজেদুর আবেদীন শান্ত। বক্তব্য নিয়ে বের হয়ে যাওয়ার সময় তেকানি চুকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল হক মন্ডল ও উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ কমিটির তালিকা দেখতে চায়।
সে সময় পাকুল্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন তালিকার ছবি তুলতে চাইলে। সাংবাদিকরা তাকে জানান, তালিকায় সাংবাদিকদের বিশেষ কিছু সংবাদের জন্য মার্ক করা আছে। এখন ছবি না তুলে পরে ফ্রেশ কপি নিয়ে আসি, তখন ছবি তুলেন। এ কথা বলে একটু সামনে চায়ের দোকানে যায়, সেখানে মামুন গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে নানা গালমন্দ ও অসৌজন্যমূলক মারমুখী আচরণ করেন।
আওয়ামী লীগের দায়িত্বরত ব্যক্তির নিকট থেকে সাংাবদিক বিদ্বেষী এহেন আচরণের প্রতিবাদে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সোনাতলা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সমস্ত সংগঠনের সকল কার্যক্রমের সংবাদ প্রকাশ বজন করেছে।
উক্ত ঘটনার প্রতিবাদে প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন লিখন ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২ আগষ্ট শুক্রবার হতে উক্ত ঘটনার সঠিক সমাধান না হওয়া পর্যন্ত সোনাতলা উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের সমস্ত প্রোগ্রাম ও নিউজ কভারেজ বর্জন ঘোষণা প্রদান করে।
Leave a Reply