আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেডসহ ৭৫ জন দলীয় নেতা নেতাকর্মীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
উপজেলা সোনাতলা বালুয়া ইউনিয়নের রশিনা বাড়ী গ্রামের মৃত মালেক প্রামাণিকের ছেলে নাছির উদ্দিন প্রামাণিক বাদি হয়ে ২৭ আগষ্ট এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ যোগ্য আসামিরা হলেন, মোনারুল, অপু মন্ডল, আরিফুল , নাজির উদ্দিন, খোকন, রাজু মিয়া , রানা মিয়া , সিজুক ইসলাম ও নুহ ইসলাম লিটন সহ ৭৫ জন নেতাকর্মী নামী অজ্ঞাত ২০-২৫ নামে মামলা।
মামলার এজাহারে বাদি নাছির উদ্দিন প্রামাণিক উল্লেখ করেন ১৯ আগষ্ট রাত সাড়ে ৮টার সময় বালুয়া হাট বাজার থেকে তার ছেলে তরিকুল ইসলাম (অটো চালক) নিজ বাড়ি রশিনা বাড়ী দিকে যাওয়ার সময় পাতিলা কুঁড়া বটতলা পৌঁছা মাত্রই উপরোক্ত আসামিরা হাতে লাঠি সোডা লোহার রড, ককটেল, হকিষ্টিক, ধারালো ছুরি, চাপাতিসহ মারাত্বক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে স্বজরে আঘাত করে গুরতর আহত করে। মাটিতে লুটিয়ে পড়লে গলা থেকে স্বর্ণের চেইন ও আংটি খুলে নিয়ে ককটেল বিস্ফোরণ করে আনন্দ মিছিল করতে করতে চলে যায়।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, ২৭ তারিখ রাতে ৭৫জন নামী ও অজ্ঞাত ২০-২৫ জনের নামে একটি মামলা রুজু হয়েছে। আসামিরা সবাই প্রায় আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে’।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com