আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলার ৬ নং আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ড. এলামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে থানা পুলিশের টিম বগুড়া ডিবি পুলিশের সহায়তায় বগুড়া এসপি ব্রীজের পাশে শালীর বাসা থেকে তাকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত মালেক পৌরসভার ৬ ওয়ার্ড আগুনিয়াতাইড় গ্রামের মোঃ আফজল হোসেন মন্ডলের ছেলে।
৫ আগষ্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেখ হাসিনা পদত্যাগের পরেই দেশ ছেড়ে চলে যাওয়ায় সারাদেশের ন্যায় সোনাতলায় বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে।
ওই দিন বিকেলে উপজেলা পরিষদের দক্ষিণ গেট সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলবুল দোকানসহ বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেয়। এঘটনায় ২৩ আগষ্টে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে শামীনুর ইসলাম শামীম বাদি হয়ে বগুড়া -১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান সহ ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। এ মামলার ৬ নং আসামি তিনি।
সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশের সহায়তায় বগুড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com