সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর আলম নান্নুর নামে কুৎসা রটনাসহ মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাদুজ্জামান লীটনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। আদালত মামলার অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআই’র প্রতি নির্দেশ দেন।
সোনাতলা উপজেলার সোনাতলা নতুন বন্দরের মৃত আব্দুস ছাত্তার আকন্দের ছেলে পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর আলম নান্নু বাদি হয়ে গত ১১ জানুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোনাতলা আমলী আদালতে একই উপজেলার আগুনিয়া তাইড়ের মৃত সাহাদতজ্জামানের ছেলে সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাদুজ্জামান লীটনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ওই আদালতের বিচারক জিনিয়া জাহান বাদির জবানবন্দী গ্রহণ করেন এবং ওই আদেশ দেন।
বাদি মোঃ জাহাঙ্গীর আলম আদালতে দায়েরকৃত মামলার আরজির অভিযোগে উল্লেখ করেন যে, তিনি সোনাতলা কেন্দ্রীয় বণিক সমিতির সভাপতি, দোকান মালিক সমিতির সভাপতি, সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক, জাহাঙ্গীর আলম গুড মর্নিং স্কুল এন্ড কলেজের সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি, দাতা ও সদস্য এবং সোনাতলা পৌরসভার মেয়র হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
আসামি বাদিকে হত্যার হুমকি দিয়া আসছে। গত ৮ জানুয়ারি সন্ধ্যায় সাক্ষী এটিএম রেজাউল করিম মানিক ও তৌহিদুল ইসলাম বাদিকে ফোন দিয়ে জানায় যে, সোনাতলা রেলগেট চত্বরে আওয়ামীলীগের কর্মী সভায় ফেসবুক লাইভে আসামি বাদীর বিরুদ্ধে নানাপ্রকার কুৎসারটনা করে মানহানিকর বক্তব্য দিচ্ছে।
তখন বাদি তার মোবাইল ফেনের ফেসবুকে এসে সাংবাদিক রিমন রহমানের ফেসবুক আইডি হতে লাইভে ঘটনার সততা দেখতে পান। বাদি উক্ত ভাইরাল হওয়া ভিডিও দেখে মানসিকভাবে কষ্ট পান ও ক্ষতির সম্মুখিন হয়। উক্ত বক্তব্যে বাদির মানহানি হয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সুত্র-দৈনিক করতোয়া অনলাইন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com