স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হিসাবে অধ্যাপক ফজলুল করিম ও সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করে।
গণমাধ্যমে পাঠানো বিঞ্জপ্তি থেকে জানা যায়, সম্প্রতি উপজেলা রুকন(সদস্য) সম্মেলনে তাদের প্রত্যক্ষ ভোটে প্রথমে আমীর নির্বাচন করা হয়।এরপর পুরুষ ও নারী রোকনরা প্রত্যক্ষ গোপন ব্যালটে ভোট দিয়ে ১৪ সদস্য বিশিষ্ট উপজেলা মজলিসে শুরা সদস্য নির্বাচিত করে।
আজ শনিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে নবনির্বাচিত আমীর মজলিসে শুরা সদস্যদের পরামর্শক্রমে উপজেলার ১৩সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়।অন্যরা হলেন উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,
সহ-সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান, সদস্য হিসাবে কাজী মাওলানা আব্দুর রহীম,মাওলানা রফিকুল ইসলাম, অধ্যাপক মতিউর রহমান, আব্দুল মান্নান, শেখ শাকিল,এ এমএম জাহিদুল,আব্দুর রাজ্জাক বিএসসি ও মহিদুল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com