স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে প্রথম ধাপের তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৫ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। প্রর্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও সমর্থন কামনা করছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন।
উপজেলা পরিষদের চেয়াম্যান পদে যারা মাঠে নেমেছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পাকুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত।
এছাড়া বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবিএম মাজেদুর রহমান জুয়েল, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজা মনোনয়ন তুলবেন বলে তাদের ঘনিষ্টজনরা জানিয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পাকুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত বলেন, যমুনা ও বাঙালী নদীবেষ্টিত সোনাতলা উপজেলাবাসির ভাগ্য উন্নয়নে কাজ করতে প্রার্থী হতে চাই।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে আমরা প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ৭৫১ জন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com