আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী করণে উপজেলার কৃষকদের মাঝে বীজ সার বিতরণ করা হয়েছে। ১৫ নভেম্বর বুধবার সকালে উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন কৃষকদের মাঝে বীজ সার বিতরণ করেন। এসময় তিনি আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনীর ব্যবহার ও রোপণ করা নিয়ম মেনে চলা বিষয়ে কৃষকদেরকে অবহিত করেন। তিনি বারি গম-৩৩,৩২ জাত , বারি মসুর-৬, হাইব্রিড ভূট্টা কাবেরী -৫২৫ ও যুবরাজ জাত ও তেল ফসল বারি সরিষা-১৪ প্রয়োজনীয় জমির আকার, বীজ, সার এর উৎপাদন প্রদর্শনী সম্পর্কে তুলে ধরেন। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে বিতরণ চলমান থাকবে। ইউনিয়ন ও পৌরভায় প্রথম পর্যায়ে ১৭জন কৃষকদের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী ও হামিদুল ইসলামসহ কর্মচারী কৃষকরা।
Leave a Reply