আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা থানায় গত বছরের ১৬ আগষ্ট অফিসার ইনচার্জ হিসাবে সৈকত হাসান যোগদান করেন। যোগদানের মাত্র ৬ মাসে ৬১টি মাদক মামলায় ৯২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। শুধু তাই না শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান। তার নেতৃত্বে ও পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনের সার্বিক সহযোগিতায় একটি চৌকস টিম দিনরাত কাজ করে যাচ্ছেন।
সোনাতলা থানায় সেবা নিতে আসা লোকজন কোন রকম ভোগান্তি ছাড়াই এখন সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা করতে পারছেন। এতে আগের তুলনায় থানার সেবার মান বেড়েছে বলে জানান সেবা নিতে আসা সাধারণ জনগণ। পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী বলেন, 'বর্তমানে থানায় ইউনিয়নে বিট পুলিশ চালু হওয়ায় আমাদের কার্যক্রম কমে গেছে। তবে অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান সোনাতলা থানায় যোগদান করার ৬ মাসের মধ্যেই সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে থানা ও পুলিশ হয়ে উঠেছে এ উপজেলার মানুষের আস্থার ঠিকানা'। ওসি সৈকত হাসান থানায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের মাঝে মানবিক ও জনবান্ধব পুলিশ প্রশাসন হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তি স্যারের নেতৃত্বে থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭টি বিট পুলিশিং এ এক জন এসআই, একজন এএসআই নিযুক্ত আছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন ৪ থেকে ৫টি ফোন আসে। তা আমরা খুবই গুরুত্বসহ দেখি। ফোনকল পাওয়া মাত্রই ব্যক্তির কাছে পৌছে যায় আমাদের দক্ষ পুলিশ টিম। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জরুরী টিম।
ওসি সৈকত হাসান আরও বলেন, আমি সোনাতলা থানায় যোগদান করার পর হতে পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং সেবা নিতে আসা সাধারণ জনগণ যাহাতে সঠিক সেবা পান তাহার সু-ব্যবস্থা নিশ্চিত করেছি এবং থানা এলাকায় দালাল, মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত থানা গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিরলস কাজ করে যাচ্ছি'।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com