প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা থানা চত্বরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আব্দুর রাজ্জাক ও সাংবাদিক নুরে আলম সিদ্দিকী সবুজ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সোনাতলা উপজেলা শাখা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সোনাতলা উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ মুন্না ও সাধারণ সম্পাদক মেহেরুল ইসলামের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ০৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ আনুমানিক সকাল ১১.০০ ঘটিকায় সোনাতলা থানা চত্তরে সুজন সোনাতলা শাখার সহ সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক সহ তাঁর আরেক সহযোগী সাংবাদিক মোঃ নুরে আলম সিদ্দিকী সবুজ তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে।
এমনকি তাদের সংবাদ সংগ্রহের জন্য ব্যাবহৃত মোবাইল ফোন পর্যন্ত ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আমরা এহেন ন্যাক্কারজনক হামলা ও ছিনতাই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দোষীদের থানা চত্তরে স্থাপিত সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
Leave a Reply