আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দাউদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ-সপ্তম শ্রেনীর নতুন কারিকুলাম নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ মনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদুল বারি খান রব্বানী।
অপরদিকে দুপুর ২টায় উপজেলার বালুয়া ইউনিয়নের দাউদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ-সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নতুন কারিকুলাম বাস্তবায়ন ও অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফরহাদ হোসেন জুয়েল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহিন এর সঞ্চালনায় দাউদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন উজ্জ্বল নতুন কারিকুলাম বাস্তবায়ন ও অপপ্রচার রোধ সহ বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিজু, সাংগঠনিক সম্পাদক এন এ জাহান জুয়েল, পৌর যুবলীগের সভাপতি জোবায়ের হাসান পরাগ, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত কুমার গুপ্ত, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর সকল শিক্ষার্থী ও অভিভাবকগন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com