সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ, বগুড়া সোনাতলা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ১০ আগষ্ট বুধবার বেলা ১১টায় সোনাতলা পৌর কমিউনিটি সেন্টারে ২০২২-২৩ অর্থ বছরের ১৪কোটি ৫৮ লক্ষ ৭৬ হাজার ৪শত ৪৪ টাকা
বাজেট ঘোষনা পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক খান রবিউল, সোনাতলা সরকারী নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ রফিকুল আলম বকুল, অবঃ সরকারী নাজির আখতার কলেজের প্রফেসার ছারোয়ার জাহান, সদস্য অবসর প্রাপ্ত সোনালী ব্যাংক লিঃ অফিসার মোহাম্মাদ আলী,
টিএলসিসির সদস্য শামীমা আরা খান, অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আজিজুর রহমান, টিএলসিসির সদস্য ইমদাদুল হক, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, আছালত জ্জামান পলাশ।
পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পৌর (ভারপ্রাপ্ত) সচিব প্রকৌশলী আমিনুর রহমান, কাউন্সিলর জামাল তালুকদার, হারুন অর রশিদ, তরিকুল ইসলাম, ইজাজনাবী রেজাউল ইসশাম, জাফর ইকবল চপল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ কুলছুম বেগম, কহিনুর বেগম, সাবিনা ইয়াছমিনসহ টিএলসিসির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply