আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়া সোনাতলায় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় সোনাতলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল। আলোচনা শুরুতে শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু, সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমন, প্রেসক্লাবের সদস্য জাহিনুর ইসলাম, তাহিরুল ইসলাম উজ্জ্বল । উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফয়সাল, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম।
শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য মিনহাজুল ইসলাম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com