সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের উদ্যেগে উত্তর জনপদের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান এমপির ৩য় মৃত্যূবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মাঠে প্রয়াত এমপি আব্দুল মান্নানকে নিয়ে স্মৃতি চারণ শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সাবেক সরকারী নাজির আখতার কলেজের উপাধ্যক্ষ রফিকুল আলম বকুল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, জেলা পরিষদের চেয়ারম্যান ড. মকবুল হোসেন, এমপি পুত্র সাখওয়াত হোসেন সজল, সাবেক জেলা পরিষদ সদস্য জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানি, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা মাহবুবুল আলম বুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম তাহের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেড, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য লাবনী সরকার, সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসা অধ্যক্ষ আতাউর রহমান আনসারী, হলিদাবগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গওছে আযম, উক্ত কলেজের সহকারী অধ্যপক আবু বক্কর সিদ্দিক, কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মিথুন খাতুন প্রমূখ। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ সুধিজন ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com