সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার চরপাড়া থেকে উদ্ধার হওয়া ছেলেটিকে তার বাবা মার কাছে তুলে দিয়েছেন থানা পুলিশ।
৬অক্টোবর বৃহস্পতিবার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া সিএনজি স্ট্যান্ডে শিশু সাজিম নামে ০৯ বছর বয়সী ছেলে ভবঘুরে অবস্থায় চলাফেরা করছিল। স্থানীয় লোকজন শিশুটিকে কাছে রেখে ৯৯৯ এ ফোন করেন। এর মাধ্যমে সোনাতলা থানা ডিউটি অফিসারকে কল করে বিষয়টি জানান। থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নির্দেশে থানার এসআই নূর ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ ৬অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১২ ঘটিকার সময় ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সাজিম সরকার(০৯) কে। ছেলেটি পিতা-মোঃ-আবু সাঈদ, মাতা- সাবিনা এছাড়া শিশুটি আর কিছু বলতে পারে না। শিশুটিকে উদ্ধার করে থানা নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্ক এর তত্ত্বাবধানে রাখে। অতঃপর শিশুটির প্রকৃত নাম-ঠিকানা ও পরিচয় জানার জন্য বাংলাদেশের সকল থানায় বেতার বার্তা প্রেরণ করেন সোনাতলা থানা পুলিশ। এসংক্রান্ত একটি সংবাদ অনলাইন পত্রিকা ”সোনাতলা সংবাদ” এ প্রকাশ হলে বিষয়টি শিশুর পরিবারের নজরে আসে। ৭ অক্টোবর সকাল সাড়ে ১০ ঘটিকার সময় ধুনট থানার কান্তনগর চরপাড়া এলাকা হতে আবু সাঈদ নামে মোবাইল ফোনে জানান যে, শিশু টি তাহার ছেলে। অতঃপর বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর চরপাড়া গ্রামের শিশুর পিতা-মোঃ আবু সাঈদ সরকার(৩৯), মাতা-মোছাঃ সাবিনা, নানা-মোঃ হাবিব প্রাং, মামা-মোঃ সোহেল রানা(৩০)। স্থানীয় আরো দুই/তিন জন লোক সোনাতলা থানায় আসেন। উক্ত শিশু মোঃ সাজিম সরকার এবং তাহার পিতা-মাতা পরস্পর পরস্পরকে সহজেই সনাক্ত করতে পারেন। থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান নির্দেশে শিশুটিকে তাহার পিতা-মাতার জিম্মায় হাতে তুলে দেয় থানা পুলিশ। ছেলেটিকে ফিরে পেয়ে যাওয়ার সময় পরিবার ও আত্মীয় স্বজনরা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীসহ সোনাতলা থানার সংশ্লিষ্ট সকলকে দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন।
Leave a Reply