স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা কৃষক দলের উদ্যোগে সোনাতলা সদর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে সোনাতলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা।
সদর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বাবু মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজেদুর রহমান।
উপজেলা কৃষক দলের সদস্য বকুল সরকার, শফিউল্লাহ, কৃষকদল নেতা মাসুদ রানা মাসুদ, মধুপুর ইউনিয়ন কৃষক দলের নেতা মোকলেছুর রহমান, মধুপুর ইউনিয়ন কৃষকদলের নেতা আসাদুর রহমান নেতাকর্মী বৃন্দ।
আলোচনাসভা শেষে উপজেলা কৃষক দলের সদস্য শফিউল্লাহ প্রধান অতিথির নির্দেশে সোনাতলা সদর ইউনিয়ন কৃষক দলের জিয়াউর রহমান জিয়াকে সভাপতি মোঃ বাবু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য কমিটি ঘোষণা করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com