সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা সরকারী নাজির আকতার কলেজের নিয়ম নীতির মধ্যে ফেলে তরতাজা ৫টি গাছ কাটা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা সরকারী নাজির আখতার কলেজের বিভিন্ন স্থানে লাগানো মেহগনি ও কড়ই ৫টি তরতাজা গাছ কাটা হচ্ছে। এলাকাবাসী আরও জানান, তরতাজা গাছগুলো নিয়মনীতির মধ্যে ফেলে। এরপর তা বন বিভাগ মূল্য নির্ধারণ করে। নির্ধারিত মূল্য কলেজ কর্তৃপক্ষ গাছগুলো বিক্রি করে দেয়।
এলাকাবাসী আরও জানান, বন বিভাগের মূল্য নির্ধারন সঠিক হয়নি, এটা তাদের মনগড়া মূল্য হয়েছে বলেও এলাকায় জনশ্রæতি উঠেছে। গাছগুলো পানির দামে বিক্রি হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার সরজমিনে ওই কলেজে গিয়ে গাছগুলো কাটতে দেখা গেছে।
যে মুহুর্তে সরকার গাছ রোপনে গুরুত্বারোপ করেছেন, ঠিক সেই মুহুর্তে উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারী নাজির আখতার কলেজ ক্যাম্পাসে রোপনকৃত ৪টি মেহগনি ও ১টি কড়ই গাছ মাত্র ৩৭ হাজার ৯৯ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে ওই কলেজের বাধন ও আছির উদ্দিন নামের দুজন কর্মচারী জানান, সকল নিয়ম নীতির মধ্যে এনে গাছগুলো বিক্রি করা হয়েছে। তাই পত্রিকায় লিখে কাজ হবে না।
এ বিষয়ে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম জানান, কলেজে একটি নতুন একাডেমিক ভবন হচ্ছে। ওই ভবনে যাতায়াতের জন্য নতুন করে রাস্তা নির্মাণ হবে। তাই গাছগুলো বিক্রি করে দিয়ে বিক্রিত অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com