আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন বগুড়া-১ আসনে নৌকার মনোনয়ন প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিএইপি)।
সোনাতলা বণিক সমিতি, উপজেলা দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির আয়োজনে ১৬ সেপ্টেম্বর শনিবার সোনাতলা পৌর অডিটোরিয়াম হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু।
সোনাতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকন্দ ও সোনাতলা উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আছালতজ্জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছামছূল হক মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রূম্পা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক এটিএম রেজাউল করিম মানিক, জেলা মলিলা নেত্রী মিরা, কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আক্তার, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানা, সোনাতলা বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুলফিকার হায়দার দারা, বীরমুক্তিযোদ্ধা কাউন্সিলর তাজুল ইসলামসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশ গঠনে প্রাধান্য দেন কৃষক ও ব্যবসায়ীদের। তিনি ব্যবসায়ী বান্ধব প্রধানমন্ত্রী। তিনি যদি দ্বাদশ নির্বাচনে আমাকে নৌকা মার্কার মনোনয়ন দেয় তাহলে আমি এই সোনাতলা-সারিয়াকান্দির কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা নেবো, তাদের উৎপাদিত পণ্য অল্প সময়ে দেশের বিভিন্ন জায়গায় প্রেরণের জন্য যমুনা পাড়ের রাস্তা উন্নত করবো। যমুনা পাড়ের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্যপকহারে শিল্প কলকারখানা স্থাপনে কাজ করবো’।
Leave a Reply