সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একযুগ পর কাঙ্খিত অপারেশন থিয়েটার চালু হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে
অপারেশন থিয়েটার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, এ সময় উপজেলা পরিষদে চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, আবাসিক মেডিকেল অফিসার এ.কে.এম শরিফুল রেজওয়ান, কনসালটেন্ট গাইনী অবস্ ডাঃ ফারহানা রহমান, কনসালটেন্ট এ্যানেসথেটিক্স ডাঃ মুনিরা আঞ্জুমান, মেডিকেল অফিসার রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন পর উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আজাদ হোসেনের স্ত্রী প্রসূতি আয়শা সিদ্দিকার সিজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার চালু করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল বলেন, আমি এ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। বিভিন্ন সমস্যা যেমন জনবল এ্যানেসথেটিক্স কনসালটেন্ট (অজ্ঞান ডাক্তার) গাইনি ডাক্তার না থাকার কারনে অপারেশন বন্ধ ছিলো। বগুড়া-১আসনের সংসদ সদস্য জনাব সাহাদারা মান্নান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটন এর প্রচেষ্টায় এবং তাদের সহযোগীতায় সব কিছুই রেডি করা সম্ভব হয়েছে। ইতি মধ্যে অপারেশন রুমের এসি ছিলনা এমপি মহোদয় নিজ অর্থায়নে এসি দিয়েছে, জেনারেটর নষ্ট ছিলো নতুন জেনারেটর দেওয়ার পর অপারেশন কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। এখন উপজেলাসহ পাশ্বর্তী উপজেলার মানুষগুলো বিনা মূল্যে সেবা পাবে।
Leave a Reply