আব্দুর রাজ্জাক সোনাতলাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের দরজা ভেঙে নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ঘটেছে। ১৪জুন বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারে এ চুরির ঘটনা ঘটেছে।
এঘটনায় স্টাফ নার্স কল্পনা বেগমের সাথে কথা বললে তিনি জানান, প্রতিদিনের ন্যায় বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাই। আমার স্বামী ব্যাংক থেকে ১লক্ষ ৭৫ হাজার টাকা তুলে বাসার টেবিলের ড্রয়ারে রেখে বাজার করতে যায়। বাজার থেকে চাল ডাল কিনে বাসায় এসে দেখতে পায় চালগূলো খারাপ। তাই চাল পাল্টে নিতে আবারো বাজারে যায়। এতে আধাঘন্টার মতো সময় লাগে। এ সুযোগে কে বা কাহারা বাসার দরজা ভেঙ্গে টেবিলের ড্রয়ার থেকে ১লক্ষ ৭৫ হাজার টাকা স্বর্ণালংকার নিয়ে যায়। এঘটনায় আমার স্বামী মুকুল হোসেন অজ্ঞাত নামা থানায় সাধারণ ডায়েরী করবে। এঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শরিফুল রেজওয়ান সাথিল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি নি।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান সাথে কথা বললে তিনি জানান, চুরির বিষয়টি অবগত আছি। চুরি যাওয়া টাকা ও মালামালসহ প্রকৃত চোরকে ধরার চেষ্টা অব্যহত আছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com