কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার কাহালু উপজেলা প্রশাসন, কাহালু থানা পুলিশ ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়। উপজেলা প্রশাসনের র্যালীতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার সবুজ কুমার বসাক, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, মোছাঃ রওশন আরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, সফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক ও পাইকড় ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু চৌধুরী, নারহট্ট ইউপি চেয়ারম্যান আঃ রহিমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও কাহালু থানা পুলিশের র্যালীতে পুলিশ ও সুধীজন এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে বের হওয়া আনন্দ র্যালীতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
Leave a Reply