আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার বয়ড়া স্কুল এন্ড কলেজের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার বয়ড়া কারিগরি স্কূল এন্ড কলেজ চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বয়ড়া কারিগরি স্কূল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি তার বক্তব্যে বলেন এসএসসি পরীক্ষায় তোমাদের ভাল ফলাফলের মাধ্যমেই ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যেতে আত্মবিশ্বাস বাড়বে। স্মার্ট বাংলাদেশের সবচেয়ে নাগরিকেরা হল তরুণ-তরুণীরা। তোমাদের হাতেই স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। দেশপ্রেম জাগ্রত করে দেশকে উন্নত রাষ্ট্রে পৌঁছে দিতে তোমরাই অগ্রণী ভূমিকা রাখতে পারো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভেলুরপাড়া ড.এনামুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার সেতারা রওশন জাহান, এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন, বগুড়া পলিটেকনিক্যাল ইন্সিটিউট ইন্সেট্র্যাক্টটর হাসান আলী , বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান বুলু, নিমেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী জান্নাতী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, উপজেলা প্রকৌশলী মাহবুবুল ইসলাম, বয়ড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সৈয়দ আহমেদ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোমিন , সুখান পুকুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য খলিলুর রহমান, ভিকনের পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোন্তেজার রহমান, সৈয়দ আহমেদ কলেজ সোনালী ব্যাংক কর্মকর্তা সুলতান মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মতিনসহ শিক্ষার্থীবৃন্দ। শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
Leave a Reply