কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু হানাদার মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের কথা স্বরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের প্রকাশনা ”স্মৃতিকথায় কাহালুর ’৭১ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের পৃষ্টপোষকতায় বইটি সম্পাদনা করেছেন কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনসুর রহমান তানসেন। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর কাহালু হানাদার মুক্ত হয়। গতকাল বুধবার হানাদার মুক্তি দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও স্মৃতিকথায় কাহালুর ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ আফসানা ইয়াসমিন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু মুসা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলীম, প্রভাষক মাকছুদুর রহমান, স্মৃতিকথায় কাহালুর ’৭১ বইয়ের সম্পাদক মুনসুর রহমান তানসেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com