পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের মারপিটে আছফুল বেগম(৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
গত রবিবার সকালে উপজেলার কাজলা ইউনিয়নের বেড়াপাঁচবাড়িয়া মৌজায় জামথল নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে রবিবার রাতে আহতের স্বামী আবুল শেখ বাদি হয়ে ১০ জনকে অভিযুক্ত করে lgollসারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযােগ সূত্রে জানা গেছে, আছফুল বেগম রবিবার সকাল ৯ টায় বেড়া পাঁচবাড়িয়া মৌজায় তার নিজস্ব সম্পত্তিতে অবস্থান করছিল। এসময় প্রতিপক্ষ ওমর ফারুকের নেতৃত্বে ২০/২৫ জন লােক তাদের জমি দাবি করে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে লাঠিসোঠা ও রট নিয়ে তাকে ধাওয়া করে। এসময় আছফুল বেগম প্রাণ রক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লােকজন তার মাথায় রট,বাঁশ দিয়ে এলােপাতারি আঘাত করে পালিয়ে যায়।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
Leave a Reply