1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত সোনাতলায় এক সন্তানের জননীকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ

কাহালুতে এক শিশু কন্যাকে ধর্ষন ও আরেক জনকে ধর্ষনের চেষ্টা

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৩

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ধর্ষিত শিশুকন্যা আছিয়ার মৃত্যু ও ধর্ষনের ঘটনা বেড়ে যাওয়ায় সারােেদশে আলোচনা-সমালোচনার মধ্যেই বগুড়ার কাহালুতে ৬ বছরের দুই শিশুকন্যার মধ্যে একজনকে ধর্ষন ও আরেকজনকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ মার্চ ) রাত ১২টায় এঘটনায় কাহালু থানায় একটি মামলা দায়ের পর ঐ দুটি শিশুকন্যাকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাটি গত ১২ মার্চ সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্প এলাকায় ঘটলেও বিষয়টি সকলের অজানা ছিল। এক শিশুকন্যা জ্বরে অসুস্থ হয়ে পড়লে ও থানা পুলিশের সরণাপন্ন হওয়ার পর বিষয়টি সকলের নজরে আসে।

মামলা এজাহার ও বাদীর বর্ণনামতে, ঘটনার দিন উল্লিখিত শিশুকন্যাকে বাড়িতে রেখে তাদের পিতা-মাতা কাজে চলে যান। এই সুযোগে একই আবাসনের বাসিন্দা নুরু মিয়া (৪০) টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নেয় ভিকটিমদের। ঘরে ডেকে নিয়ে এক শিশুকন্যার পড়নের কাপড় খুলে তাকে ধর্ষন করে এবং একজনকে ধর্ষনের চেষ্টা চালায়। শিশুকন্যা চিৎকার দিলে পায়খানায় ফেলে দিয়ে মেরে ভয় দেখিয়ে কাউকে বিষয়টি না বলার জন্য শাসিয়ে দেয়।

এদিকে মৃত্যুর ভয়ে বিষয়টি শিশুকন্যারা তাদের অভিভাবকদের বলেনি। ঘটনার দিন বাড়িতে ফিরে পিতা-মাতা এক শিশুকন্যার মন খারাপ দেখে জিজ্ঞাসা করলেও তারা কিছু বলেনি। রাতে এক স্বপ্নের মধ্যে শিশুকন্যা চিৎকার করলে তার গায়ে হাত দিয়ে দেখে সে জ্বরে কাঁপছে। তাকে জ্বরের ঔষুধ খাইয়ে জিজ্ঞাসা করলে তারপরেও সে ভয়ে বিষয়টি বলেনি।

পরে শিশুকন্যাকে অভয় দিয়ে জানতে চাইলে বিষয়টি খুলে বলে একজন শিশুর প্র¯্রাবের রাস্তায় খারাপ কাজ করে এবং আরেক শিশুর সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। বিষয়টি নিয়ে আবাসনের সভাপতি/সাধারণ সম্পাদককে বলার পর ঐ দুজন শিশুকন্যাকে নিয়ে গত ১৪ মার্চ রাতে থানায় এসে একটি মামলা করেন তাদের এক শিশুকন্যার মা।

এই মামলার তদন্তকারী অফিসার কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, ডাক্তারী পরীক্ষা পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবে বলতে পারবো শিশুকন্যা ধর্ষিত হয়েছে কি-না। এছাড়াও মামলাটি নিয়ে আন্তরিকভাবে তদন্ত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট