সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলার উপজেলার জোড়গাছা ইউনিয়নের সজনপাড়া গ্রামের জমির বায়নার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্রে করে প্রতিপক্ষের মারপিটে স্বামী-স্ত্রী আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থলে জানা যায়, উপজেলার সজনপাড়া গ্রামে মোঃ জিন্না মোন্নার স্ত্রী মমেনা বেগম (৪০) গত রমজান মাসে ৯ শতাংশ জমির উপরে ১ লক্ষ ৯০ হাজার টাকা তার বড়ভাই জহুরুল মোন্না(৬০) কে বায়না হিসেবে মৌখিক ভাবে প্রদান করে। ঐ টাকা গত সোমবার ফেরত চাইতে গেলে বড়ভাই জহুরুল মোন্না(৬০) ফেরত দিতে অস্বীকৃতি জানান। এতে তাদের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে মমেনা বেগমকে মারপিট করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাতলা হাসপাতালে ভর্তি করে।
এরই জের ধরে আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মমেনা বেগম এর স্বামী মোঃ জিন্না মোন্না (৫০) ভরতখালি হাটে যাওয়ার পথে ভেলুরপাড়া এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ে সামনে রাস্তায় পৌছালে প্রতিপক্ষরা তার পথরোধ করে বেদম মারপিট করে। এসময় স্থানীয়রা আহতকে উদ্ধার ও হামলাকারী ৩জন কে আটক করে থানা পুলিশে দেয়।
এব্যাপারে সোনাতলা থানার (তদন্ত) ওসি কামাল হোসেন জানান, স্থানীয় জনগণ ৩জনকে আটক করে রেখেছিল। তাদের কে থানায় নিয়ে এসেছি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com