সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সহ গুরুত্বপূর্ণ ৩টি পদ শুন্য হয়ে আছে। কোনও কোনও পদ দীর্ঘ দিন ধরে শুন্য থাকায় সেবা নিতে যাওয়া মানুষদের চড়ম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন অফিসার ও সমাজসেবা অফিসারের গুরুত্বপূর্ন ৩টি পদ শূন্য থাকায় অতিরিক্ত অফিসার দায়িত্ব পালন করে আসছে। অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসাররা সপ্তাহে ২/১দিন অফিস করায় সেবা নিতে যাওয়া মানুষদের ব্যাপক দূর্ভোগ পোহাতে হচ্ছে। সোনাতলায় শুন্য হওয়া পদগুলো হলো, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পদ শূণ্য থাকায় অতিরিক্ত দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।
এছাড়া অতিরিক্ত প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে গাবতলী উপজেলার মোঃ রাশেদুল ইসলাম দায়িত্ব পালন করে আসছে। জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পদ ২১ এপ্রিল ২০২২ থেকে শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা অফিসে নিয়মিত আসেন না। এতে সাধারণ জনগন কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া সমাজসেবা অফিসার পদটি শূন্য থাকায় সারিয়াকান্দি উপজেলা থেকে আসা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাঈম হোসেন দায়িত্ব পালন করে আসছে। নিয়মিত অফিসার না থাকায় উক্ত অফিসে উপজেলার জনগণের কাজে ব্যহৃত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অল্প কিছুদিনের মধ্যেই পুরুন হবে।
Leave a Reply