আব্দুর রাজ্জাক, ষ্টাফ রিপোর্টারঃ সোনাতলা সমাজসেবা অফিস কর্তৃক ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় দোকানঘর পেল উপজেলার এক প্রতিবন্ধী ভিক্ষুক।
উপজেলার সুজাইতপুর গ্রামের শহিদুল ইসলাম এর পুত্র মোঃ ওমর ফারুক হোসেন কে পূর্ণবাসন এর জন্য ২৫ হাজার টাকা ব্যায়ে দোকানঘর ও ২৫ হাজার টাকার মালামাল প্রদাণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা, উপজেলা সমাজ সেবা কমর্ককর্তা জসীম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা।
উপকারভোগী ফারুক বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী স্বাভাবিক মানুষের মত চলাফেরা ও পরিশ্রম করতে পারিনা। তাই সংসার চালানোর জন্য ভিক্ষাবৃত্তিই ছিল আমার আয়ের প্রধান উৎস। যখন একেবারেই চলাফেরা করতে অক্ষম হয়ে গেলাম তখন আমি প্রায় দেড় বছর পূর্বে একটি দোকান ঘরের জন্য আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে আমাকে সমাজসেবা অফিস থেকে একটি দোকানঘর দিয়েছে। এখন আর ভিক্ষা করতে হবে না। আমি প্রাণ ভরে দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন বেঁচে রাখুক।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বলেন, সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে সোনাতলা উপজেলা সমাজসেবা অফিসের কর্তৃক বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে পূর্নবাসন প্রকল্পে কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান ফারুক হোসেন কে প্রদান করা হয়েছে। আশা করি তার আর্থিক সমস্যার সমাধান হবে। আগামাীতে এ ধরনের অসচ্ছল ব্যক্তিদের এ প্রকেল্পর আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com