মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নেতা নিহত হয়েছে। এছাড়া আরো তিন শ্রমিক গুরুতর আহত হয়েছে। শনিবার (৬ এপ্রিল/২৪) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এবং জাতীয়তাবাদী শ্রমিকদলেরও নেতা। নিহতরা হলেন, ওই সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইম হোসেন মন্ডল (৫৪), আব্দুল হান্নান (৪৫) ও চেইন মাস্টার আলগীর হোসেন (৪১)।
পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন৷ অপরদিকে গুরুতর আহত তিন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। নিহত ও আহত ছয়জনের মধ্য পাঁচজনই প্রাইভেট কারের যাত্রী।
বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের নিকট উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন ৷
Leave a Reply