সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সোনাতলা উপজেলায় সাপের কামড়ে রোখসানা বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার পাকুল্যা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে।
জানাগেছে, ওই গ্রামের বাবু মিয়ার স্ত্রী রোখসানা বেগম ওই দিন দুপুরে বাড়িতে আত্মীয়-স্বজনের জন্য রান্নাবান্না করছিলেন। এক পর্যায়ে খড়ি শেষ হয়ে যায়। এ সময় ওই গৃহবধূ বাড়ির আঙিনায় অবস্থিত খড়ির ঘরে খড়ি নেয়ার এক পর্যায়ে খড়ির বোঝা থেকে খড়ি টান দিতেই একটি বিষধর গোখরা সাপ তার ডান হাতে ছোবল দেয়।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই গৃহবধূ মারা যায়।
Leave a Reply