স্টাফ রিপোর্টারঃ সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান খান টিটো। জেলা নির্বাচন অফিস ওই পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিজয়ী ঘোষনা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ফিদা হাসান খান টিটো ও জামায়াত নেতা এনামুল হক মন্ডল। পরবর্তীতে এনামুল হক মন্ডল প্রার্থীতা প্রত্যাহার করায় আলহাজ্ব ফিদা হাসান খান টিটোকে নির্বাচিত ঘোষনা করা হয়।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply