মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ আসন্ন ৮ মে- ২০২৪, সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল।
সোমবার (২৯ এপ্রিল) সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম হিরুর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক ও সমাজের দর্পন। আপনারা সবসময় বস্তু-নিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতির সামনে সব তথ্য তুলে ধরেন।
তিনি আরও বলেন, আমার বাবা এই এলাকার গণমানুষের জন্য কাজ করে গেছেন। আমার বাবার আদর্শ ধরে রেখে এই এলাকার গণমানুষের জন্য কাজ করতে চাই। এ জন্য আপনাদের সকলের সহোযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, চালুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহান সাগর সহ স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ।
Leave a Reply