প্রেস রিলিজঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির উদ্যোগে ৩মে/২৪ শুক্রবার শহরের দক্ষিন ফুলবাড়ি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, কোষাধ্যক্ষ হারুর অর রশিদ বিপ্লব, সদস্য দিলরুবা ইয়াছমিন, শাকিকুল ইসলাম শাকিল, আবু তৌহিদ হাসান, আল আমিন, মিন্টু মিয়া প্রমূখ।
বক্তাগণ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সব সময় মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে আসছে। তাই অধিকার আদায়ে সকল সাংবাদিকদের ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। পরিশেষে সাগর-রুনীসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।
এ ছাড়া সকল সাংবাদিকদের কল্যাণ ও মৃত্যু বরণকারী সাংবাদিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
Leave a Reply