কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ঝুর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে বগুড়ার কাহালু উপজেলার প্রায় সবখানে। অত্র উপজেলায় সোমবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঝড় বৃষ্টিতে বিভিন্ন স্থানে ঝড়ে উপড়ে গাছে গাছপালা। মাঠে মাঠে নুয়ে পড়েছে বোরো ধান।
রিমালের প্রভাবে যেখানে-সেখানে পড়ে রয়েছে ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডালপালা, বিদ্যুৎ, ইটারনেট ও ডিসি সংযোগের তার। ঝড়ে উড়ে গেছে কারো কারো ছাউনির টিন। অত্র উপজেলায় ঝড় শুরু হওয়ার পর সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। নেসকোর আওতাধীন বিদ্যুৎ সংযোগ চালু করা হলেও উপজেলার বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ সংযোগ এরিপোর্ট লেখা পর্যন্ত চালু করা হয়নি।
পল্লী বিদ্যুৎ কাহালু জোনাল অফিসের ডিজিএম আঃ রহমান সরকার জানান, আমাদের মেইন লাইন চালু করা হয়েছে। বিভিন্ন সাইডে বিচ্ছিন্ন হওয়া সংযোগ চালু করতে কাজ করা হচ্ছে।
Leave a Reply