স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলায় মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ২জন এবং শিক্ষক প্রতিনিধি পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় বিকাল ৪ টায়। নির্বাচনে মোট ভোটার ৪’শ ৫৪জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩’শ ৪৫ জন। এরপর শুরু হয় গণনার কাজ। গণনা শেষে আগামী দুই বছর মেয়াদে অভিভাবক সদস্য পদে মো. আলমগীর হোসেন, মো. আব্দুল লতিফ, মো.গোলাম রব্বানী, মো.হেলাল প্রামানিক নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছাম্মৎ রূপালী বেগম ও শিক্ষক প্রতিনিধি সদস্য পদে মো.আমিরুল ইসলাম এবং দিবাকর চন্দ্র নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম। তাকে সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন সোনাতলা থানা এসআই আক্কাস আলী এর নেতৃত্বে একদল পুলিশ।
Leave a Reply