1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সারিয়াকান্দিতে ১০টি ভুমিহীন পরিবার পেল নতুন ঠিকানাঃ প্রধানমন্ত্রী ঘর দিছে, বৃষ্টির দিনেও শান্তিতে থাকতে পারমু’

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৬৭

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ‘ভাইয়ের বাড়িতে একচালা ঘর বানিয়ে ৩ সন্তান নিয়ে দিন কেটে যেত কোনোভাবে। শীতের বাতাস একদিক দিয়ে ঢুইকা অন্য দিক দিয়ে বাহির হইত।বৃষ্টি আসলে মাথায় পানি পড়ছে,কোনোভাবে দিন রাত পার কইর‌া দিতাম। বসবাস করতে অনেক কষ্ট হতো। এখন প্রধানমন্ত্রী নতুন ঘর দিছে। বৃষ্টিতে আর ভিজতে হবে না,শীতে কষ্ট করতে হবে না। বৃষ্টির দিনেও শান্তিতে থাকতে পারমু’। এজন্য আমরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, শেখ হাসিনার জন্য দোয়া করি আল্লাহ শেখ হাসিনারে অনেক দিন বাঁচাইয়া রাখুক।নতুন ঘরের চাবি হাতে পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়ে এভাবেই কথাগুলো বলছিলেন কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৬০)।

বাড়ি পাওয়ার আনন্দে কামালপুর ইউনিয়নের সুতানারা এলাকার ভূমিহীন হাসনা বেগমের চোখে ডেকেছে আনন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে, জিজ্ঞেস করায় হাসনা বলেন, স্বামী ১৫ বছর আগে মারা যাওয়ার পর ‘আমি ছেলে, মেয়ে ও নাতিকে নিয়ে মানুষের জায়গায় কুঁড়েঘর তুলে থাকি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি জমিসহ ইটের একখানা নতুন ঘর পাবো। শেখ হাসিনার সরকার আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে ইটের ঘরে থাকতে পারবো। সরকার আমাদের একটি ঘর দিয়েছে,শেষ জীবনে পাকা ঘরে শান্তিতে বসবাস করতে পারব।’দোয়া করি শেখ মুজিবের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

এরকম শুধু হাসনা ও ফিরোজা বেগমই নয়, প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেয়ে সবাই খুশি। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা। তারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।

মঙ্গলবার (১১জুন) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ১৮,৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে এসব বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে সারিয়াকান্দিতেও আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে নতুন ঘর উপহার দেওয়া হয়। সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১০টি ‘উপকারভোগী’ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম,উপজেলা মৎস্য অফিসার গোলাম মোর্শেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তারিফুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট