1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

বগুড়ায় মসজিদে নামাজ পড়ে বের হতেই বৃদ্ধ কৃষককে ড্রেনে চুবিয়ে হত্যা

  • রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৩৮

গোলাম রব্বানী শিপনঃ বগুড়া সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনুস আলী (৫৫) নামের এক কৃষককে ড্রেনে চুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ইউনুস আলী সে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইউনুস আলীর মানসিক ভারসম্যহীন শাহীন (৩০) নামের পুত্র রয়েছে। গত বৃহস্পতিবার একই গ্রামের ওহাব আলীর স্ত্রীর সাথে রাস্তা দিয়ে যাওয়ার পথে বুদ্ধিপ্রতিবন্ধী শাহীনের ধাক্কা লাগে।

এসময় ওহাবের স্ত্রী গৃহবধূ বাড়ীতে গিয়ে তার স্বামীকে বলেন, শাহীন ইচ্ছেকৃত ভাবে তার গায়ে হাত দিয়েছে। এ নিয়ে শনিবার বিকালে ওহাব আলী ও তার লোকজন শাহীনকে বেধরক মারপিট করেন। পরে উভয় পক্ষ সালিশ বৈঠক করে বিষয়টি মিমাংসা করেন। তারপরেও খুনী ওহাবের মনে ক্ষোভ রয়েই যায়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কৃষক ইউনুস আলী বাড়ীর পাশেই মসজিদে এশার নামাজ আদায় করতে যান। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকেন ওহাব ও তার লোকজন।

ইউনুস আলী মসজিদ থেকে বের হতেই তার ওপর আক্রমণ চালায়। এসময় ইউনুস বাঁচার জন্য আত্মচিৎকার করলে ছেলে গোলাম রসুল এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। একপর্যায়ে ওহাব আলী ও তার লোকজন ইউনুস আলীকে মারপিট করে পাশে ড্রেনের পানিতে মাথা চুবিয়ে পা দিয়ে চেপে মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই ওহাব আলী ও তার পরিবারের লোকজন দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ইউনুস আলীর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওহাব আলীর চাচা নফেল (৫৮)কে আটক করে থানায় নেয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান শাহিন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় অভিযুক্তদের দ্রুত আটক করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট