পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও নেতা-কর্মীরা।
এরপরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলুর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মােহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিখন মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply