পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) মাগরিব নামাজের পর স্থানীয় দলীয় কার্যালয়ে সারিয়াকান্দি পৌর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
দোয়া পৃর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, লাল মাহমুদ লাল, তারাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন,
পৌর মৎস্যজীবী দলের সভাপতি কান্ঞন প্রাং, সাধারণ সম্পাদক ঘেলু মিয়া, পৌর তাতীদলের সভাপতি বিশে মিয়াসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি।
Leave a Reply