1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

বগুড়ায় কারাগার থেকে ৪ ফাঁসির আসামী পলায়ন ও গ্রেফতারঃ ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২০০

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া কারাগারের ছাদ ফুটো করে ৪জন ফাঁসির আসামী পালিয়ে যায়। এর প্রায় সোয়া ঘন্টার মধ্যে অর্থাৎ ভোর ৪টা ১০মিনিটে শহরে চেলোপাড়া চাষী বাজার এলাকা থেকে তাদেরকে আবার গ্রেফতার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার আনুমানিক ৩টার দিকে কারাগারের কনডেম সেল থেকে ওই ৪ আসামী পালিয়ে যায়। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

পালিয়ে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম ওরফে মজনু ওরফে মঞ্জু (৬২), (কয়েদি নং ৯৯৮/এ) নরসিংদী জেলার মাধবদী উপজেলার ফজরকান্দি গ্রামের মৃত ইসরাফিলের ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন (৪১), (কয়েদি নং ৫১০৫/এ) বগুড়ার কাহালু উপজেলার উলট্ট পূর্বপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (৩৪) (কয়েদি নং ৩৬৮৫/এ) এবং বগুড়া সদর উপজেলার কুটিরবাড়ী পশ্চিমপাড়া (বুড়িতলা) গ্রামের ইসরাইল শেখ (চান মিয়া) ছেলে ফরিদ শেখ (৩০) (কয়েদি নং ৪২৫২/এ)। তাঁরা সকলেই পৃথকভাবে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৪জন ফাঁসির আসামী ছাদ ফুটো করে বের হন। এরপর তাঁরা বিছানার চাদর ব্যবহার করে দেয়াল টপকে বাইরে চলে যান। ভোররাত ৩টা ৫৫ মিনিটে পুলিশের একাধিক টিম সংবাদ পেয়ে শহরে তল্লাসী শুরু করে। পরে ভোররাত ৪টা ১০ মিনিটে শহরের চেলোপাড়া চাষী বাজার থেকে ৪জনকেই গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, পালিয়ে যাওয়ার পরপরই জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে গ্রেফতাকৃতদের শনাক্ত করা হয়।

গ্রেফতারের পর ওই ৪জনকে ডিবি কার্যালয়ে নেয়া হয় এবং কারা কর্তৃপক্ষ তাঁদের শনাক্ত করে। পুলিশ সুপার বলেন, কারাগার পরিদর্শন করে দেখা গেছে, তাঁরা চারজন একই সঙ্গে একটি কক্ষে অবস্থান করতেন। তাঁরা পরিকল্পিতভাবে ছাদ ফুটো করে পরিধেয় বস্ত্র ও বিছানার চাদর জোড়া দিয়ে রশি বানিয়ে দেয়াল টপকে পালিয়ে করতোয়া নদীর পার হয়ে পালিয়ে যান।

অপর দিকে এ ঘটনার প্রেক্ষিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। কমিটিতে অন্যারা হলেন জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল বা আছে কি না এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া ঘটনার প্রেক্ষিতে কারা উদ্ধর্তন কর্তৃপক্ষ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান সুজা সাংবাদিকদের কাছে ব্রিফিং করেন। তিনি সার্বিক বিষয়টি খতিয়ে দেখে যথাযথভাবে ব্যবস্থা নেবেন বা নেয়ার সুপারিশ করবেন বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট