বগুড়া প্রতিনিধি: দীর্ঘ এক মাস যাবত নিখোঁজ রয়েছেন মারুফা খাতুন (১৮) নামের এক গৃহবধূ। বগুড়া শহরের গোহাইল রোড, সুত্রাপুরের ভাড়া বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মারুফার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। অবশেষে মারুফার মা আছমা বেগম বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানায়, অভিযোগকারী আছমা বেগম বগুড়া শহরের বিভিন্ন বাসা-বাড়ীতে ঝি-এর কাজ করেন। তিনি শহরের গোহাইল রোডে আজাদ পাম্প সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। গত ২৮ মে/২০২৪ তারিখ সকাল অনুমান ৯টার দিকে তিনি মেয়ে মারুফা খাতুনকে বাসায় রেখে কাজের জন্য বেরিয়ে যান।
বিকেল ফিরে এসে দেখেন ভাড়া বাড়ীর গেইটে তালা দেওয়া এবং মেয়ে মারুফা খাতুন বাড়ীতে নাই। মারুফার মোবাইল নম্বরে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মেয়ের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং সে বাড়ীতে না থাকায় মেয়ের জামাতা মোঃ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলেও সেও তার ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি।
সব জায়গায় খোঁজাখুঁজির পরও মেয়ের কোন সন্ধান পাওয়া যায়নি। মারুফাকে কেউ অপহরণ করতে পারে বলে আছমা বেগম সন্দেহ করছেন। দীর্ঘ এক মাসেও মেয়ের সন্ধান না পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন স্বামীহারা আছমা বেগম। তিনি মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে ০১৭৮৭৩৭১৭৯১ এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন।
Leave a Reply