পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়া সারিয়াকান্দিতে ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ইত্যাদি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের এককালীন সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় সারিয়াকান্দির আয়োজনে সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল,উপজেলা ভাইস চেয়ারম্যান লিখন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুমা পারভীন শাপলাসহ গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।
উল্লেখ্য, বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৩৮ জনের প্রত্যেকের মধ্যে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা সমাজকল্যাণ কমিটি কর্তৃক দুই অসহায় ও দুঃস্থ রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে চার হাজার করে মোট আট হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির মাধ্যামে উপজেলার কামালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোঃ ছবের আলী সরকার এবং মোঃ রমজান মন্ডল ভিক্ষুকের মাঝে দোকান ঘর ও প্রয়োজনীয় মালামাল বাবদ জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
Leave a Reply