আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় জমিজমা বিরোধের জেরে দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন উপজেলার রানীরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ও তার মেয়ে শেফালী বেগম।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২ আগষ্ট) উপজেলার পৌর এলাকার মাদ্রাসা মোড়ের বিরোধপূর্ন জমিতে। এ ঘটনায় থানায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে পৌর এলাকার মৃত নজিরের ছেলে জাহিদুল ইসলামকে প্রধান করে পাচজনসহ ১৫/২০ অজ্ঞাত অভিযুক্ত করে থানায় একটি এজহার দায়ের করেছেন।
এজহার সুত্রে জানা যায়, শুক্রবার বেলা বারোটার দিকে জাহিদুল ইসলাম ও তার মেয়ে, মেয়ের জামাই বিরোধপূর্ণ জমিতে গিয়ে দরজা ভাঙচুর করে রাস্তা বের করার চেষ্টা করে। খবর পেয়ে বাদী আনোয়ারের পিতা আব্দুস সাত্তার ও তার বোন শেফালি এসে বাধা প্রদান করলে দুই পক্ষের মধ্যই হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই দুইজন ব্যক্তি আহত হোন। তারা ২জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদুল ইসলাম মারপিটের ঘটনাটিকে অস্বীকার করে বলেন, কোনো মারামারি হয়নি। শুধু কথা-কাটাকাটি হয়েছে। আমার বসতবাড়িতে চলাচলের কোনো রাস্তা না থাকায়, রাস্তার জন্য জমি ক্রয় করি এবং আমার ক্রয়কৃত জমিতে আমি রাস্তা বের করার চেষ্টা করেছি, উলটো তারাই আরও বাধা দেন।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply