মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় তিনমাথা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিলটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর হারুন আর রশিদ,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
সমাবেশে মোর্শেদ মিল্টন ও এনামুল হক নতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, কিছু কিছু স্থানে হামলা চালানো হচ্ছে, তারা বিএনপির কেউ নয়। বক্তাগণ আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি বিএনপি’র কেউ এ হামলার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সকলেই দেশটাকে ভালো রাখতে চাই, শান্তিতে রাখতে চাই। তাই গাবতলীতে শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সকলেই সকলকে এবং প্রশাসনকে সহযোগিতা করবো। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরোধে রুখে দাঁড়াতে হবে।
Leave a Reply